নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সড়কে নিরাপদে আসা-যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা বিষয়ে সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ১০ অক্টোবর) বিকেলে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসক ও বিআরটিএ নরসিংদী কার্যালয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্য এ আয়োজন করা হচ্ছে।
সেমিনারে সড়ক নিরাপত্তা ও সতর্কতা নিয়ে আলোচনা করেন, নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী, নরসিংদী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মো: ইমরান, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ প্রমুখ।
শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন নরসিংদী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মো: ইমরান।