নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আলোচিত ২৭ মামলার ও ১৬ টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক শীর্ষ ডাকাত আপেল মাহমুদ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নরসিংদী সদরের ঘোড়াদিয়া পুরানপাড়ার মৃত নওয়াব আলীর ছেলে।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
তিনি বলেন, গতকাল রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঘেরবাজার এলাকা থেকে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নরসিংদী থানা পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১ টি ডাকাতির প্রস্তুতি, ৬ টি অস্ত্র, ১টি বিস্ফোরক ও ২ টি মাদক মামলাসহ ২৭ টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এরমধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৬ টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে একজন শীর্ষস্থানীয় ডাকাত। দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় ছিলো। তাকে আইনি প্রক্রিয়া শেষ কোটে পাঠানো হবে।