নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ সাগর মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহতল্লাশি করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর মিয়া ঘোড়াশাল পৌর এলাকার সেন্টু মিয়ার ছেলে।
আজ শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) নাইমূল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পলাশ বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাগর মিয়াকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও সাগর মিয়ার বিরুদ্ধে পূর্বেই একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।