রাসেল আহমেদ, নরসিংদী প্রতিনিধি : শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার সন্ধায় ছুরিকাঘাতে নিহত বুলবুল আহমেদ বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন। আজ মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধা সাড়ে ৬টার দিকে অ্যাম্বুলেন্সে করে বুলবুলের মরদেহ নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের নন্দীপাড়া গ্রামের বাড়িতে পৌঁছায়।
আজই মাগরিবের নামাজের পর ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন ভেলানগরের মাইক্রো স্ট্যান্ডে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয়দের উপস্থিততে জানাজার নামাজে ঢল নামে। এর আগে বেলা পৌনে দুইটার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে রাত পৌনে ৯টায় নরসিংদী সদর উপজেলার মাধবদীর খরিয়া এলাকায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে নিহত বুলবুলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসী ও সহপাঠীদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়।