সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মায়ের দোয়া নামে এক বেকারীকে জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও খাদ্য পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য মিশ্রণ করার দায়ে মায়ের দোয়া নামক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পলাশের ব্যবসায়ীরা যেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলে এ লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।