আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা শ্রমিকলীগের নরসিংদী জেলার বেলাব উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রহিমা বেগমকে সভাপতি এবং শেফালী বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় মহিলা শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখা আহবায়ক নুরুন নাহার বেগম ও সদস্য সচিব নাসরিন ইসলাম (সবুজ) স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী আগামী ২০ অক্টোবর ২০২৩ এর মধ্যে কমিটি পূনাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অনেক দিনপরে উপজেলা মহিলা শ্রমিকলীগের কমিটির অনুমোদন দেওয়ায় সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা খুবই খুশি।
নবগঠিত বেলাব উপজেলা শ্রমিক লীগের কমিটিতে পদ প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন সভাপতি রহিমা বেগম, সাধারণ সম্পাদক শেফালী বেগম, সহ-সভাপতি সবিতা রানী, জুলেখা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক রহিমা বেগম, সাংগঠনিক সম্পাদক তুরজাহা খানম,দপ্তর সম্পাদক জুয়েনা,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাঃ সামিরা,অর্থ বিষয়ক সম্পাদক লুৎফর নাহার,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, কার্যকরী সদস্য খাদিজা বেগম,রোজিনা আক্তার, রিতা আক্তার, দুলেনা বেগম ও নীলুফা বেগম।