নিজস্ব প্রতিবেদক : “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ এর পলাশ উপজেলা পর্যায়ে কো-অডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, প্রেসক্লাবের সভাপতি এস এম শফি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম প্রমূখ।
উল্লেখ্য, আগামী বুধবার (৪ অক্টোবর) থেকে ১৮ দিন কর্ম দিবসের মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেনীতে অধ্যয়নরত ১০ হাজার ৭২০ জন ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২৩৪ জন কিশোরীদের মাঝে এ টিকা দেয়া হবে।