1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে “বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিশ্রামাগার থেকে কম্বল ও টিসিবি’র তেল উদ্ধার শহীদ পরিবারকে ভুলে গেলে বেইমানি হবে : খায়রুল কবীর খোকন নরসিংদীতে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পেলেন পলাশের কৃতি সন্তান শিবপুরে নরসিংদী পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ট্রেনে কাটা ৫ মরদেহের পরিচয় শনাক্ত

রায়পুরায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে থাকা আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার পুড়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। এ ঘটনায় পুড়ে গেছে বাড়িতে থাকা দুটি গবাদী পশু।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টায় উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দি মধ্য পাড়া এলাকার জাকারিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাড়ি মালিক জাকারিয়া। তার শরীরের পিছনের অংশে আগুনে ঝলসে গেছে।

জাকারিয়া ও তার স্ত্রী রওশন আরা জানান, রাতে হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। তখন ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আসলেও এর আগেই পুড়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র।

আগুনে তাদের ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে তারা আরোও বলেন, গত ২ বছর যাবত পার্শ্ববর্তী খোরশেদ, অহিদ ও শহিদদের সাথে জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে মামলা চলে আসছে। এরই জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে ধারণা করছেন তারা।

জানতে চাইলে অভিযুক্ত খোরশেদ ও অহিদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, প্রতিপক্ষরা আমাদের ফাঁসাতে আগুনের ঘটনায় আমাদের নাম জড়িয়েছে। আমরা এ ব্যাপারে কিছু জানিনা। সকালে বাড়িতে এসে আগুন লাগার খবর শুনতে পাই।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রায়পুরার আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম।

এম ইসলাম /নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT