মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চক্রধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম সালাহউদ্দিন খান অরুন এর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মজলিশপুর গ্রামে সমাধিতে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সমাধিস্থ মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মুহসীন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাস্টার,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিনয় কৃষ্ণ গোস্বামী, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া,
যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ খান তাপস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।