জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুর রহ. সারাদেশে কুরআনী মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ নাগরিক গঠন, আল্লাহর জমীনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গিয়েছেন।
অন্যায় ও অবিচারের মূলোৎপাটনের লক্ষ্যে ইসলামী শাসন প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। খেলাফত আন্দোলনের নেতাকর্মীদেরকে জনগণকে সাথে নিয়ে হাফেজ্জী হুজুরের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্টায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখা কতৃক আয়োজিত ‘ইসলামী শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা ও সুফল’ শীর্ষক আলোচনা সভা ও নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা আমীর, মাওলানা মোশাররফ হোসেন রায়পুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক গাজী ইসমাঈল ভাঁওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহকারি মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, বিশেষ আলোচক প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতিক সম্পাদক মোফাচ্ছির হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, মাওলানা মুবাশ্বির আহমদ, মাওলানা মজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা উবাইদুল হক, অ্যাডভোকেট শামসুজ্জামান, খেলাফত ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, হাফেজ আবুল কাশেম, মাওলানা সগীর আহমদ প্রমূখ।
আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান বিদেশীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকবে। কোন সুদখোর মহাজনকে নয়, শীর্ষ আলেমদেরকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।