নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতামূলক এক আলোচনা সভা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির ৩০০ ছাত্রীর মাঝে এ স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
এসময় পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও থানা সদর মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমুখ।