1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

নরসিংদীর শিক্ষক নন্দিনী সাহার লেখা কবিতা “বাবা “

নন্দিনী সাহা | সহকারী শিক্ষক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫১ বার

বাবা মানে মাথার উপর
একটি হাতের ছোঁয়া
বাবা মানে অকৃত্রিম
আশীর্বাদ আর দোয়া।
বাবা মানে নির্ভরতায়
বুকের উপর ঘুম
বাবা মানে আদর সোহাগ কপাল ছোঁয়া চুম।
বাবা মানে ভেজা শরীর
বৃষ্টি ঘামে ঝড়ে
বাবা মানে স্বপ্ন পূরণ
সারা জীবন ধরে।
বাবা মানে হাঁটতে শেখা
হাঁটি হাঁটি পায়ে
বাবা মানে শীতল মলম
দগ্ধ ক্ষত ঘায়ে
বাবা মানে আঙুল ধরে
অসীম সাহস পাওয়া
বাবা মানে উদার আকাশ নীলাম্বরে ছাওয়া।
বাবা মানে বৃক্ষ
চওড়া ছাতির বুক
বাবা মানে ভালোবাসা
দুঃখ বিহীন সুখ।।

লেখক পরিচিতিঃ নন্দিনী সাহা, সহকারী শিক্ষক, জামালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT