নিজস্ব প্রতিবেদক : বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টায় নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাহী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জেলা প্রশাসন ও নরসিংদী সামাজিক বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম।
এছাড়াও প্রধান অতিথি কর্তৃক গাছের চারা বিতরণ করা হয় এবং পলাশ ফুলের চারা রোপন করা হয়। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে লভ্যাংশ বিতরন করা হয়।
জানা যায়, মেলায় ২০টি স্টলে দেশি বিদেশি প্রজাতির গাছের চারা পাওয়া যাবে। বিব মানিকদি হইতে শিমুলিয়া এক কিঃমি পর্যন্ত ১৯৯৪-৯৫ অর্থবছরে সামাজিক বাগানের শিবপুর উপজেলার ২৪ জন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের দশ লাখ একষট্রি হাজার একশতো চৌরাশি টাকা বিতরণ করা হয়।