নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা বাইকার্স ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে মানবতার আলো একাদশ। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জিনারদী ইউনিয়নের পারুলিয়া ফুটবল খেলার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে ট্রাইবেকারে মানবতার আলো একাদশ ২-৪ গোলে তুষার একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
পলাশ থানা বাইকার্স ক্লাব এর এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ওবায়দুল কবির মৃধা প্রমুখ।