জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে শনিবার (৯ সেপ্টেম্বর) মানব কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে এক হাজার গাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী ইব্রাহিম মোল্লা, হাজ্বী আনোয়ার হোসেন মোল্লা, হাজী মো: কাজী ইয়াকুব, হাজী ইউসুফ আলী মেম্বার সহ অতিথি বৃন্দ,এলাকার মুরুব্বী, বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।