সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী সূবর্ণা (২২) ও তার আড়াই বছরের শিশু সন্তান শাপোয়ান। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পাঁচদোনা -টঙ্গী সড়কের টান ঘোড়াশালে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শাকিল ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। নিহত সাকিল ঘোড়াশাল বাজারে একটি খাবারের হোটেল পরিচালনা করতেন।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকলে স্ত্রী সুবর্ণা ও তার আড়াই বছরের শিশু সন্তান সাপোয়ানকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে পলাশের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি শেষে রাত সাড়ে ৭টার দিকে টান ঘোড়াশালে পৌঁছালে টঙ্গীর দিক থেকে আসা দ্রুতগামীর অজ্ঞাত একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে সড়কের পাশেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাকিল, তার স্ত্রী সুবর্ণা ও আড়াই বছরের সন্তান সাফোয়ান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকায় রেফার্ড করেন। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ দিকে স্ত্রী সন্তানকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) এস এম নায়েবুল ইসলাম জানান, দুর্ঘটনার নিহতের খরব জানতে পেরেছি। এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাকটি দূর্ঘটনার পর পালিয়ে যায়।