নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২০২৩ সালে হজ্বব্রত পালনকারী হাজীগণের সম্মানে সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ আগষ্ট) সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
পলাশ উপজেলা হাজী কল্যাণ সোসাইটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব অধ্যাপক নুরুল ইসলাম মক্কী, পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী, হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট হাবিবুল্লাহ সিকদার, শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রহিম।
হাজী কল্যাণ সোসাইটি পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা জাকির হোসেন বেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন, আলহাজ্ব মাওলানা হাফিজউদ্দিন, আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ ও হাজি কল্যাণ সোসাইটি পলাশ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোঃ সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।