সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পুলিশ পরির্দশক মো: তারিকুল ইসলাম। এর আগে তিনি মাধবদী থানার ওসি (তদন্ত) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুন যোগদানের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পাওয়ার পরই পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তিনি এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ঘোড়াশাল পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, পুলিশ পরিদর্শক ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: তারিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার গর্বিত সন্তান। মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই সফলতার সাথে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি।