শেখ মানিক : হাইকোর্টের আদেশ অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড। সেই নির্দেশনা মোতাবেক নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া বালিকা দাখিল মাদ্রাসায় ১১ সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
আজ রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা আঙ্গুরের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনী মৃধার সার্বিক পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শেখ মানিক কে সভাপতি ও জাকির হোসেন কে সাধারণ সম্পাদক করে করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।