মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নূর ই আলম মোল্লার মৃত্যুজনিত কারনে পদ শুণ্য হওয়ায় সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ সুমনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার (২৩ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা যুবদলের আহবায়ক নূর ই আলম মোল্লার মৃত্যু কারণে পদটি শুন্য হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ সুমনকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেয়া হয়।
দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। সাধারণ সম্পাদক মুনায়েম মুন্নার সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।