নিজস্ব প্রতিবেদক : সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) নির্বাচনে পদ্ধতির প্রবর্তন ও জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল ঘোড়া চত্বর এলাকার পাশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ শাখার সভাপতি আলহাজ্ব মো: আমিনুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব (পীর সাহেব খুলনা) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার পারভেজ খান, ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন ও ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য জি এম মোবারক হুসাইন।
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সহকারী দপ্তর সম্পাদক মো: ওয়ালী খান, পলাশ উপজেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মো: রোমান খান,
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি মো: নাদিম মিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি মো: শফিউল্লাহ আদনান ও ইসমালী যুব আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি এম.এম, আতিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েন বলেন, শান্তিপূর্ণ উপায়ে একটি জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিন। তাহলেই সংঘাত চলে যাবে, দেশের মানুষ ভালো থাকবেন। আমরাও চাই দেশের সবাই ভালো থাকুক।