ফারদিন হাসান দীপ্ত, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় নানা আয়োজনে নতুন সামাজিক সংগঠন এইচ এস ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়েছে। এসময় আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে জিনারদী রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগঠনের উদ্বোধন করেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী।
এইচ এস ফাউন্ডেশন এর সাবেক সহ সভাপতি মো: হারুন অর রশিদ এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন এইচ এস ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, জিনারদী ইউনিয়ন স্বেচ্ছাসেকলীগের সভাপতি এ কে এম সামসাদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা এইচ এস ফাউন্ডেশন এর যাত্রা সুন্দর ও সকল অসহায় মানুষের সহয়তায় কাজ করার আহব্বান জানায়। শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।