মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর সাবেক আহ্বায়ক মরহুম নূর ই আলম মোল্লার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আপেল মাহমুদ সুমন।
আজ রবিবার (২৪ জুলাই) বিকালে ধানুয়া এলাকায় আলম মোল্লার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, বিএনপি নেতা আমিনুল ইসলাম রিন্টু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া, ছাত্রদল নেতা সাদেক মিয়া, রতন মোল্লা, মহিউদ্দিন মুকুল, হামিদ আফ্রাদসহ বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।