মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাচদোনা ইউনিয়নের চাকশালে মমতাজ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) দুপুরে মমতাজ মনোয়ারা ইন্সটিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
নরসিংদী জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর সভাপতিত্বে ও ইন্সটিটিউটের অধ্যক্ষ কামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম এম সিদ্দিক। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।