মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী সদর হাসপাতালে রোগীদের সেবায় ২০টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।
নিজস্ব অর্থায়নে মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে আরএমও মাহমুদ কবির বাশার কমলের নিকট এসব সিলিং ফ্যান হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোস্তফা কামাল, নরসিংদী জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খোকা, নার্সিং সুপারভাইজার মুকারিমা খাতুন, ইমারজেন্সি নার্সিং কর্মকর্তা মোহাম্মদ আসাদ মিয়া প্রমুখ।
পরে হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন জি এম তালেব হোসেন।