নিজস্ব প্রতিবেদক : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি পলাশ শাখার উদ্যোগে আজ রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক।