নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার মরজাল এলাকায় র্যাব ১১ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকমত মাদক কারবারি কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার ডালপা গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ তাজুল ইসলাম (৪২)।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান।
ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে পারস্পারিক যোগসাজসে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে।
এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২আগস্ট) সকালে উল্লেখিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।