আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাফি আফরোজ সনির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শেখ মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোঃ আদিল, আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূইয়া’সহ প্রমুখ।