আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য আমজাদ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপিকা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান, ভাটের চর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা জাহানুল হক বাবুল, বারৈচা কলেজের প্রভাষক মুজিবুর রহমান, প্রভাষক মোঃ কয়েস সহ অন্যান্য সুবিধা। সভা শেষে জাহানুল হক বাবুলকে সভাপতি ও প্রভাষক মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে প্রতি সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।