মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগ রবিবার বিকেলে ভগিরথপুর শাহী ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খান এর সভাপতিত্বে ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্ত।
এছাড়া, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, আমদিয়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু, পাচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স এর পরিচালক হাজী মো: মোতালিব হোসেন প্রমূখ। সভা সঞ্চালনা করেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক মো: আলম হোসেন।