মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : শিবপুর উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) বিকেলে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ শিবপুর উপজেলা শাখার সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবদুল খালেক, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন,
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন মিয়া।