সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ, কুরআনের পাখি উল্লেখ ও জান্নাত চাওয়া সহ বিভিন্ন দিক উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন নরসিংদী জেলার চার উপজেলার ছয় ছাত্রলীগ নেতা। পরে এই ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করে নরসিংদী জেলা ছাত্রলীগ।
এর মধ্যে নরসিংদী সদর উপজেলার দুই জন, পলাশ উপজেলার দুই জন, বেলাব উপজেলার একজন ও মনোহরদী উপজেলার একজন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাময়িক বহিস্কৃত ছাত্রলীগের নেতারা হলেন, মাধবদী থানা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন-ভূইয়া, পাইকার চর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ, পলাশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো: নাদিম মিয়া, জিনাদরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান অপু, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিব আহাম্মেদ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জে এস জুনায়েদ।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ছয় নেতার সাময়িক বহিষ্কারের তথ্য নিশ্চিত করে জানান, রাজাকারের পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা দায়িত্ব নিতে পারে না। দেলোয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতে রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতারা ফেসবুকে যেসব পোস্ট দিয়েছেন সেটা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী।