মো: আশাদউল্লাহ মনা : “একটি শিশু, একটি গাছ প্রাণপ্রাচুর্যের পলাশ’ এ স্লোগানে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলার সমবায় আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার উপস্থিত ছিলেন।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজার শিক্ষার্থীদের মাঝে আমরা এই ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছি। প্রত্যেকটি শিক্ষার্থী এই চারা পাওয়ার পর বাড়িতে নিয়ে যাবে এবং বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করবে। পরে তারা গাছ গুলোর যত্ন নিবে।
এক সময় গাছ গুলো যখন বড় হয়ে উঠবে তখন ফল ধরবে। আর এই ফল তারা খেতে পারবে। এতে করে শিক্ষার্থীরা গাছের প্রতি যত্নশীল হবে। যখন তারা গাছের পরিচর্যা করতে শিখবে তখন সে নিজের এবং দেশ ও জাতির সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হবে। এমনকি মানুষকেও সেবাযত্ন করতে পারবে তারা। এমন ধারণ থেকেই উপজেলার প্রত্যেক শিক্ষার্থীর জন্য ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছি