ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জামান ফ্যাশনের শ্রমিক বহনকারী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ যাত্রী। আজ রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ঢাকা ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) নাজমুল করিম জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময়ে বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দিলে দুইজন নি’হত ও ১০ জন আহত হন। ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনা যাচ্ছিল।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।