মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিদর্শন করেছেন জাপানের দ্যা ইউনিভার্সিটি অফ ইলেকট্রো-কমিউনিকেশনস ও বাংলাদেশের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল।
বিদ্যালয়ের সভাপতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদের আমন্ত্রণে বুধবার (১৬ আগস্ট ) সকালে বিদ্যালয় পরিদর্শন করেন তারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের দ্যা ইউনিভার্সিটি অফ ইলেকট্রো-কমিউনিকেশনস এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাসাকাজু মুরামাতসু ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ডক্টর বিমল চন্দ্র দাস।
প্রতিনিধি দল বিদ্যালয়ে পৌছোলে বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী বশির আহমেদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান। পরে প্রতিনিধি দল বিদ্যালয়ের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ইউনিফর্মসহ অন্যান্য শিক্ষা উপকরণ ও ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন।