মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্প মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল মঈন ঝুটন। এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আলতাফ হোসেন।
সভায় উপস্থিত নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে আব্দুল্লাহ আল মঈন ঝুটনকে সভাপতি নির্বাচিত করা হয়। ইতিপূর্বেও তিনি উক্ত বিদ্যালয়ের পর পর তিনবার এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সাধারণ অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেন লিটন, মোঃ মোক্তার হোসেন, মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ সোহরাব খন্দকার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খালেদা আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, এ কে এম কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মায়া রানী দাস, প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ মজিবুর রহমান। উক্ত কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।