1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পেলেন পলাশের কৃতি সন্তান শিবপুরে নরসিংদী পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ট্রেনে কাটা ৫ মরদেহের পরিচয় শনাক্ত রায়পুরায় নিজের কাছে থাকা পুরনো বন্দুকের গুলিতে যুবক আহত শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিপুন খান গ্রেপ্তার হত্যা মামলায় পলাশের ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ৪

নরসিংদীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২১৯ বার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল ৬ লেন মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) সকালে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের (ঢাকা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়ক ও মহাসড়ক এবং অফিস সংলগ্ন খালি জায়গায় এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে পাঁচদোনা ঘোড়াশাল ৬ লেন মহাসড়ক এবং নরসিংদী সড়ক বিভাগের অফিস ও পরিদর্শন বাংলো সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। কাজেই তার স্মরণে আমরা এ মৌসুমে ১ কোটি গাছে চারা রোপণের পদক্ষেপ নিয়েছি।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।

বৃক্ষরোপণ শেষে নরসিংদী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন শুভ উদ্বোধন করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার ও শিবপুর সড়ক উপ-বিভাগের প্রকৌশলী রাজিব কুমার প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT