মো: আশাদউল্লাহ মনা : “সংগ্রাম- স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকালে অতিদরিদ্র ও অসচ্ছল সাত নারীকে সেলাই মেশিন ও ছয় নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মীলা সাহীদ মৌরী, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টু ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।