1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেলেন নতুন কমিউটার ট্রেন ঘোড়াশাল-পলাশ সারকারখানায় পিএলসি শ্রমিক দলের দোয়া ও ইফতার মাহফিল শিবপুরে ভুট্রাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভারত ও দেশে থাকা দোসরের যৌথ চেষ্টায় নির্বাচন বিলম্বিত হচ্ছে : সরদার শাখাওয়াত হোসেন বকুল মাধবদীতে সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ এর ঈদ সামগ্রী বিতরণ ঢাবি নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ পলাশ উপজেলা ও পৌর ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি হাবিবুল্লার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের অভিযোগ নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঈদ উপহার বিতরণ ঈদ উপলক্ষে শিবপুর পৌরসভার উদ্যোগে ভিজিএফ চাল বিতরণ

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৫৩ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে দুই গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শিবপুরের ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগরের ফিডার রোড সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবপুরের পালপাড়া এলাকার মো: রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩), কামারগাঁও এলাকার মো: নজরুল ইসলামের ছেলে অটোরিকশা চালক নাসির উদ্দীন (২৫) ও ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সির ছেলে শাহিন হোসেন (২৮)। তারা তিনজনই অটোরিকশায় ছিলেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অটোরিকশা চালক নাসির উদ্দীন দুইজন যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলার দিকে যাছিলেন। পরে সৈয়দ নগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এসময় অজ্ঞাত কোনো যানবাহন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই অটো চালক নিহত হয়। পরে অজ্ঞাত যানটি পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা গুরতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান, হাসপাতালের তত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: আবু খায়ের জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেন। তারই প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT