নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পেট্রোল পাম্পে তেল লোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া বাজার এলাকার মেসার্স পোড়াদিয়া ট্রেডার্স নামক পেট্রোল পাম্পের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক দশ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে বেলাব ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে পোড়াদিয়া ট্রেডার্স নামক পেট্রোল পাম্পে মেঘনা পেট্রোলের গাড়ি থেকে জ্বালানী তেল আনলোড করছিলেন কর্মচারীরা। এসময় সময় গাড়িটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। পাম্পের কর্মচারীরা আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল জানান, অগ্নিকাণ্ডটি খুবই বড় ছিল, কিন্তু আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পাড়ায় তা ছড়াতে পারেনি। আগুনে পাম্পের তেল ভরার মেশিনের কিছু অংশ, ক্যাশ বাক্সের টাকা ও তেলবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর বলা যাবে।