মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রবিউল আলম সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন।
এসময় উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টাস ক্লাব ও সাংবাদিক সমিতির সংবাদর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম “একটি শিশু, একটি গাছ, প্রাণপ্রাচুর্যের পলাশ” ও শ্লোগানকে ভিত্তি করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সময়মতো স্কুলে যোগদান করা, সমাবেশ, শপথ ও জাতীয় সংগীতের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি শিশুদের শুদ্ধাচার, ডিবেট এবং নেতৃত্ব দানের জন্য ছাত্র-ছাত্রীদের গল্প কবিতা আবৃত্তি ও বৃক্ষ রোপণের উপর প্রতি উৎসাহ প্রদানের কথা জানান।