নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পলাশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী চিত্রাঙ্কন, নৃত্য ও সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটা গড়িতে বিজয়ীদের মধ্যে জাতীয় শিশু পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পুরস্কার বিতরণ করেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী সহ অন্যান্যরা।