1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে আ.লীগের শাসনামলে মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা অহিদ মেম্বার ‘প্রতিবন্ধীদেরও সমাজে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে’ – ইউএনও মাসুদ রানা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল জনতার পার্টি বাংলাদেশ, ঘোষণা আগামীকাল রায়পুরায় ব্র্যাকের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরায় রেললাইন ধরে হাটার সময় ট্রেনের কাটায় যুবক নিহত নরসিংদীতে ইউপি মেম্বার ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা রায়পুরায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, এক ছাত্রী বহিষ্কার পারভেজ হত্যার বিচারের দাবিতে পলাশে ছাত্রদলের মানববন্ধন পলাশে অবৈধ ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করল পরিবেশ অধিদপ্তর মনোহরদীতে বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিলো ছেলে

সৃজনশীল মেধাকে বিকশিত করে মাবনবতার সেবায় ও দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে : এমপি মোহন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২২৮ বার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের মেধা প্রকাশ পায়। সৃজনশীল মেধাকে বিকশিত করে মাবনবতার সেবায় ও দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সৃজনশীল মনোভাবের। তিনি বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলের মেধা বিকাশের প্রধান্য দিয়ে বিভিন্ন প্রতিয়োগিতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে তা অন্বেষণ করেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে করণীয়, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের গুরুত্বসহ এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর কল্যানী ব্যানার্জী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজির, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর প্রমুখ।

বক্তব্য শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT