সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিস সড়কের পাশের ওষুধ ফার্মেসি গুলোতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা করার অপরাধে সেবা ফার্মেসি, রিমি ফার্মেসি ও অঙ্কন ফার্মেসির বিরুদ্ধে তিন মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীণ ফার্মেসি পরিচালনাসহ নানা অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযান পলাশ উপজেলা জুড়ে অব্যাহত থাকবে।