সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : রাস্তার পাশে সারি সারি কারুকার্যময় হাতপাখা কাঠের তাকে সাজিয়ে রাখা। সুই সুতোর ফোঁড়ে রঙ বেরঙের কাজ তাতে। ফুল ফল নানা নক্সা আঁকা গরমে আরাম শান্তির পরশমাখা হাতপাখা।
মনোহরদী উপজেলার চালাকচর- মাষ্টারবাড়ী রাস্তার পাশে বীরগাঁও পুকুর পাড়ে কুড়িবাড়ী নামক স্থানের পাখা বিক্রির হাট অনেক পুরনো। বাড়ীর বৌ ঝিদের সুই সুতোর ফোঁড়ে বানানো হাতপাখা তারা ঘর গেরস্থালী কাজের ফাঁকে তৈরি করে থাকেন। এতে সংসারে বাড়তি দু পয়সা রোজগার হয়।
এমনি একজন পাখাওয়ালী সূত্রধর বাড়ীর মৃত স্বপন সুত্রধরের স্ত্রী স্মৃতি রানী সূত্রধর। অকাল বিধবা তিনি। স্মৃতির সংসারে ৫ মেয়ে। বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ে অনার্স ক্লাশে পড়ছে। পরেরটা কলেজে, তার পরেরটা হাই স্কুলে। এর ছোটটা কিন্ডার গার্টেনে। স্মৃতি ব্রাক এবং আঁচল স্কুলের শিক্ষক। এ আয়ে সংসার চলা, সন্তানদের পড়াশোনার পর ভদ্রমতো চলা কঠিন। এ জন্য দু পয়সা বাড়তি রোজগারের আশায় তিনি প্রতিদিন গরমের মওসুমে রাতে বসে ফুল লতাপাতার নক্সা তুলে হাতপাখা বানান। চলে রাত ১১ টা ১২ টা পর্যন্ত। দিনের বেলায় সে পাখা রাস্তার ধারের কাঠের তাকে সাজিয়ে রাখেন।
রাস্তায় চলাচলকারী কেউ নিতে চাইলে এগিয়ে আসেন বিক্রেতা।মোটামুটি একশো টাকায় একটি হাতপাখা মেলে এখানে। এ থেকে ২০/৩০ টাকা লাভ থাকে প্রতি পাখায়। এ ভাবেই চলছে অনুকরনীয় দৃষ্টান্তের এক স্মৃতি রানী সূত্রধরের লড়াকু জীবন।