মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মোল্লা তাজুল।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, প্রধান শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এছাড়াও পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং ১২০৬৮) শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান (এমারত), সিনিয়র সহ সভাপতি মাছুম রিকাবদার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহীন, সৈয়দ জোনায়েদ মনোয়ার ও মোঃ বকুল মিয়াসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচিতি করানো হয়।পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন।