মোঃ আশাদউল্লাহ মনা : প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন শেষে নরসিংদী জেলার পলাশ উপজেলার ৪২ টি পরিবারের হাতে জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র গৃহহীন ও ভূমিহীন পরিবার গুলোর হাতে তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন উপকারভোগীদের হাতে জমির দলিল তুলে দেন।
এ সময় ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলর ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।