নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত নরসিংদীর পলাশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে “উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা” অনুষ্ঠিত হয়ছে । আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মো: আমিরুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মোহাম্মদ আমিরুল হক জানান, আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চারদিনব্যাপী উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার ১২১টি টিকাকেন্দ্রে মোট ২৮ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে ৩ হাজার এবং ১২ থেকে ৫৯ মাসের বয়সের ২৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় সকল অভিভাবকদের তাদের শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানানো হয়।