নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রাকের চাপায় দলিল লিখক সহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাঘহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন (৫৮) সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে। সে নরসিংদীতে দলিল লিখকের কাজ করতো। অপর নিহত হলো একই গ্রামের আব্দুর রহমান (৭০)।
নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর দেড় টার দিকে নিহত শাহাদাৎ পাশ্ববর্তী এলাকার ১জনকে নিয়ে মাধবদী থেকে অটোরিক্সা যোগে নরসিংদী রেজিট্রি অফিসে আসছিল। অটোরিক্সাটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাঘহাটা এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়।
এসময় অটোরিক্সায় থাকা আরো ২ জন আহত হয়। পরে শাহাদাৎ হোসেন সহ দুই জনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে কর্ত্যবরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষনা করেন। অপর আহত ব্যাক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইটাখোলা পুলিশ ফাঁড়ির এস আই কবির হোসেন ভূইয়া জানিয়েছেন, দূর্ঘটনায় ২ জন মরা গেছে। তারা মাধবদী থেকে নরসিংদী আসার পথে এ দূর্ঘটনা ঘটে।