নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বাক প্রতিবন্ধী (১৯) এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সানি (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সানি ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, বৃধবার সকাল ১১ টার দিকে বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে সানি বাড়িতে এসে জোরপূর্বক ওই গৃহবধূকে তারই নিজ ঘরে নিয়ে মুখে চাপ দিয়ে ধর্ষণ করে।
এসময় হঠাৎ করে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ধর্ষক সানি নিজেই দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগীতায় ধর্ষক সানিকে হাতেনাতে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত সানিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বাক প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।